শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেডের সমাপ্ত অর্থবছরে অনুমোদন পাওয়া রাইট শেয়ার বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য প্রতি দুই শেয়ারের বিপরীতে ১টি শেয়ার রাইট প্রদান করেছে।
যেসব বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে অনলাইন সুবিধা চালু আছে, তাদের রাইট শেয়ার বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে। আর যাদের অনলাইন সুবিধা চালু নেই, তাদের পোস্ট অফিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
রাইট শেয়ারের জন্য গত ২০ নভেম্বর ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংকের রেকর্ড ডেট ছিল। এসময় যাদের বিওতে কোম্পানির শেয়ার ছিল তারা এই রাইট শেয়ার লাভ করবে।
গত ২২ জুন অনুষ্ঠিত ইজিএমে এই রাইট অনুমোদন করে ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ।
স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর