স্টকমার্কেট ডেস্ক , অক্টোবর ০১ : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ফার কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এজিএম ওই দিন বেলা ১১টা ৩০ মিনিটে, বীর চন্দ্রা নগর গণ পাঠাগার এবং নগর মিলনায়তন (টাউন হল), কান্দিরপাড়, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।
এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো গত ১১ সেপ্টেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এ