খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডের পরিচালনা পর্ষদ শেষ হওয়া ৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসাবে ঘোষণা করেছে।
শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১৬ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায়, ফ্যাক্টরী প্রাঙ্গণ, বোকরান, মনিপুর, হোতাপাড়া, গাজীপুরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থ বছরে ফু-ওয়াং ফুডের কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, প্রতি শেয়ারে আয় হয়েছে ০.৯১ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ১৩.২৭ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.৫৪ টাকা।
যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা, ০.৯৪ টাকা, ১৩.৫১ টাকা ও ০.৯৮ টাকা। কোম্পানিটি আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/এআর