স্টকমার্কেট প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময় অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন কারণ নেই বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছে কোম্পানিটি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়তে থাকে। যা সিএসইর নজরে আছে। শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণ জানতে চিঠি দেয় কোম্পানিটিকে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে গত ১২ অক্টোবর সিএসইকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
উল্লেখ্য গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর ৬.৪ টাকা বা ৩০.১৮ শতাংশ বেড়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২১.২ টাকা থেকে ২৭.৬ টাকা পর্যন্ত হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এআর/সি