শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে রাইট ছাড়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, বঙ্গজ ১:৩ অর্থাৎ ১ শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে; তবে এতে কোনো প্রিমিয়াম থাকবে না।
এজন্য আগামী ৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৬ মে বিশেষ সাধারণ সভা ইজিএমের দিন ঠিক করা হয়।
আগামী ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চেয়ে আবেদন করবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এএআর