সদ্য আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন পাওয়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল সাড়ে ১০টায় বন্দর নগরী চট্টগ্রামে লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারেএ ড্র অনুষ্ঠান শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র থেকে জানা , এ ড্র অনুষ্ঠানে যোগদানের জন্য ডিএসই ও ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তারা গতকালই চট্টগ্রামে পৌঁছেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১ টা নাগাদ এই অনুষ্ঠান শেষ হবে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩ তম সভায় বিএসআরএমের আইপিও অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এই কোম্পানি শেয়ারবাজারে ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ৬১ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিএসআরএএমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৫২ টাকা ৯ পয়সা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি