নতুন বছরে দর কমার ধারা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। বস্ত্র খাতের কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বেড়েছে এসব শেয়ারের লেনদেনও। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে বস্ত্র খাতের শেয়ার।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯৪ কোটি টাকা। এর মধ্যে বস্ত্র খাতের শেয়ারই ছিল ৪১ কোটি ৯৭ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৩ শতাংশ। আগের দিনও ডিএসইর শীর্ষ লেনেদেন তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত।
গত দুদিনে বস্ত্র খাতের মোট লেনদেনে সম্প্রতি ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়া অলটেক্সের একটি বড় অবদান ছিল। ডিএসইতে গতকালই লোকসানি কোম্পানিটির মোট ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়া হামিদ ফ্যাব্রিকস, আলহাজ টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও তুংহাই নিটিংয়ের শেয়ারেরও উল্লেখযোগ্য লেনদেন হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শেয়ারের দর কম থাকার পাশাপাশি রফতানি আদেশ বৃদ্ধির সম্ভাবনাও শেয়ারবাজারে বস্ত্র খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহী করছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর