বহুমূখী সংকটে ভেঙ্গে পড়ছে ইউরোপের শেয়ারবাজার

euস্টকমার্কেট ডেস্ক :

চলমান গ্রীস ও ইউক্রেন সংকটের সুষ্ঠু সমাধান না হওয়ায় ক্রমাগত ভাবে ভেঙ্গে পড়ছে ইউরোপের শেয়ার বাজার। সেই সাথে ইউরোপ জুড়ে চলা মন্দাভাব তো আছেই। এক কথায় বহুমূখী সংকটে ভেঙ্গে পড়ছে ইউরোপের কয়েকটি দেশের শেয়ারবাজার। সূত্র : রয়টার্স

এরই ধারাবাহিকতায় গতকাল সপ্তাহের শেষ দিনেও সূচকের নিম্নমুখী প্রবনতার মধ্যদিয়ে শেষ হয়েছে ইউরোপের শেয়ারবাজারের লেনদেন। এর আগে গত ১৮ নভেম্বর চলমান মন্দাভাব কাটাতে শেয়ার বাজারে প্রনোদনা সহায়তার ঘোষণা দিয়েছিল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) ।

এতে আশায় বুক বেধেঁছিলেন বিনিয়োগকারিরা। তবে সে উদ্যোগও বাজারকে নিয়ন্ত্রন করতে কার্যত ব্যর্থ হয়েছে।

গতকাল লন্ডন FTSE 100 Index ১২.৪৯( 0.১৮ %)পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৮৫৩.৪৪ পয়েন্টে। অন্যদিকে জার্মান DAX Index ৫৯.০২ (0.৫৪%) পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০,৮৪৬.৩৫ পয়েন্টে। এছাড়া CAC 40 Index ১২.২৭ (০.২৬%) কমে ৪,৬৯১.০৩ পয়েন্টে অবস্থান করছে। ।

তবে এরই মধ্যে আশা দেখাচ্ছে দুইটি বিষয়। প্রথমত, গ্রীসের অর্থমন্ত্রী ইউরো সমস্যা সমাধানে ইতিমধ্যে ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার ইঙ্গিত দিয়েছেন।

গতকাল শুক্রবার ইউক্রেন সংকট সমাধানে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। তবে এসব আলোচনার ফলাফল কি হয় সেদিকেই এখন তাকিয়ে আছেন ইউরোপের বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারিরা ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *