শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির (বিএসসিসিএল) মুনাফা ও শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। কোম্পানির অর্ধবার্ষিকী প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে।
গত জুলাই-১৪ থেকে ডিসেম্বের-১৪ পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।
ডিএসই সূত্রে আরো জানা যায়, গত ৩ মাসে (অক্টোবর, ১৪-ডিসেম্বর,১৪) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ১১ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১০ কোটি ৪০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর