চলমান বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ দুপুর ১২টায় বিএসইসি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে সাম্প্রতিক মন্দা কাটিয়ে ওঠার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া ডিএসইর পক্ষ থেকে দেওয়া পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্যাপিটাল মার্কেট এক্সপোজার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা হতে পারে।
একই সঙ্গে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) চার্জ কমানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৯ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর চিঠি পাঠায় ডিএসই। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা স্বাক্ষরিত চিঠিটির একটি কপি কেন্দ্রীয় ব্যাংকেও পাঠায় ডিএসই।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর