বিএসইসিতে ৮৯৫ কোটি টাকার বন্ড অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকসহ একটি কোম্পানির নামে মোট ৮৯৫ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির ৫৬২ তম কমিশন সভায় ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও বিএসআরএম স্টিলস লিমিটেডের নামে এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ঢাকা ব্যাংকের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি এবং যে কোনো যোগ্য ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আইএফআইসি ব্যাংকের ৩৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে- সম্পূর্ণ অবসায়ন যোগ্য এবং কুপন বেয়ারিং বন্ড।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

বিএসআরএম স্টিলস লিমিটেডের ২৪৫ দশমিক ০৫৯ কোটি টাকার জিরো কুপন বন্ডের মেয়াদ হবে ৪ বছর। বন্ডটির বৈশিষ্ট্য – সম্পূর্ণ অবসায়ন যোগ্য।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *