বেড়েছে সাপ্তাহিক লেনদেন ও সূচক

dse1নিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের মূল্য সূচক। এসপ্তাহে ডিএসইতে বেড়েছে বেশি শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টি কোম্পানির। আর দর কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৪৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ১ দশমিক ৫০ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১২ দশমিক ৩৯ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬০ শতাংশ বা ২৭ দশমিক ৩৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২২ দশমিক ৩৪ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ বা ১২ দশমিক ৬৯ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *