দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সেপ্টেম্বর মাসে বৈদেশিক লেনদেন আগের মাসের থেকে ৪৩৫ কোটি টাকা বা ১৩৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সেপ্টেম্বর মাসে বৈদেশিক লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ১৬৭ টাকার, আর আগের মাসে ডিএসইতে বৈদেশিক লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৭৫ টাকার। অর্থাৎ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির বৈদেশিক লেনদেন বেড়েছে ৪৩৫ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৮৯২ টাকা বা ১৩৭.২২ শতাংশ।
সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের ৭৫২ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ১৬৭ কোটি টাকার শেয়ার লেনদেনের মধ্যে শেয়ার ক্রয় করেছেন ৫৮৯ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৪০২ টাকার এবং শেয়ার বেচেছেন ১৬৩ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৭৬৫ টাকার।
আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১৬৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬৮৯ টাকার শেয়ার কিনেছেন আর বেচেছেন ১৫২ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫৮৫ কোটি টাকার শেয়ার। অর্থাৎ আগস্টে মোট ৩১৭ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৭৫ টাকার শেয়ার লেনদেন করেছে।
এর আগে জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৫৩ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৯৪১ টাকার শেয়ার লেনদেন করেছেন। আর জুন মাসে লেনদেন করেছেন ৬০২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২২৭ টাকার শেয়ার।