শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে কোম্পানির পর্ষদ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
এই বৈঠকে ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ