বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ২০১৪ হিসাব বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিবিধ খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ২৫ মে সোমবার লভ্যাংশের টাকা পাঠিয়েছে। আর কাগুজে শেয়ারের মালিকদের প্রাপ্য লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজ ঠিকানায় পাঠানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, যাদের লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে এখনো পৌঁছায়নি, তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য বহুজাতিক কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার মিলিয়ে মোট ৬০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ