ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে দি পেনিনসুলা চিটাগং লিমিটেডকে। ব্রড সূচকের আওতায় এই কোম্পানি কার্যকর হবে আগামী ১৯ অক্টোবর, রোববার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি) এর নিয়ম অনুসারে কোম্পানিটিকে প্রধান সূচকে অন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ইনডেক্স কমিটি।
কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন, পরিশোধিত মূলধন বাজারের মোট পরিশোধিত মূলধনের শতকরা প্রায় ১৯ ভাগ এবং ফ্রি ফ্লোট বাজার মূলধন সার্বিক বাজার মূলধনের শতকরা প্রায় ৩৬ ভাগ। সিএসই ৩০ পিই রেশিও হল প্রায় ১৯ এবং মার্কেট পিই রেশিও প্রায় ১৫ বিবেচনায় নিয়ে সূচকটি সমন্বয় করা হয়েছে।।
২০১৩ সালের জানুয়ারিতে চালু হয় ডিএসইএক্স সূচক। প্রথমে ১৯৪ টি কোম্পানি নিয়ে শুরু করলেও পরে এই সূচকে কোম্পানির সংখ্যা দাঁড়ায় ২২৮ টি। আর হোটেল পেনিনসুলা যোগ হলে কোম্পানির সংখ্যা দাঁড়াবে ২২৯ টি।
স্টকমার্কেটবিডি.কম/এআর/সি