বড়দিনের প্রভাব ইউরোপের শেয়ারবাজারে

cricmasস্টকমার্কেট ডেস্ক :

চলতি সপ্তাহে লেনদেন বেশ ভালোই যাচ্ছিল ইউরোপের শেয়ারবাজারে। তবে বড়দিনের আগে লেনদেন কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন বিশ্লেষকরা। বাস্তবে তাই ঘটলও বলে দাবি করছে ফিন্যান্সিয়াল টাইসম।

বড়দিনের আগে গতকাল বুধবার বেশ বড় ধরনেও সুচক পতনের ঘটনা ঘটেছে ইউরোপের শেয়ারবাজারে।

ইংল্যান্ডের বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ ‘David Morgan’ বলেন, “সাধারণত পারিবারিক ও সামাজিক কর্মকান্ডে মানুষের ব্যস্ততা এবং উতসবের কেনাকাটায় খরচ বৃদ্ধি পাওয়ায় বড়দিনের আগে শেয়ারবাজারে লেনদেনে কিছুটা মন্দাভাব দেখা যায়। তবে এটা খুবই সাময়িক। আগামী দুই-এক দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে যাবো”

এদিন CAC 40 Index ২০ পয়েন্ট কমে ৪,২৯৫.৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া TR EUROPE ইন্ডেক্স ০.৭৫ পয়েন্ট কমে ১৫৯.৩৮ পয়েন্টে অবস্থান করছে। তবে সামান্য বেড়েছে লন্ডন FTSE 100 ইন্ডেক্স।
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *