ভারতের শেয়ারবাজারে কমলো সূচক

sensexস্টকমার্কেট ডেস্ক :

টানা এক মাস জুড়ে একের পর এক সূচক আর লেনদেনের রেকর্ড গড়ে গতকাল মঙ্গলবার বাজার অনেকটা স্তিমিত হয়ে পড়েছে৷

এদিন সকালে লেনদেন শুরুর সময় সেনসেক্স ১৭ পয়েন্টে নেমে ২৮,৪৮২ পয়েন্টে ও নিফটি প্রায় ১৪ পয়েন্ট নেমে ৮৫১৫ পয়েন্টে অবস্থান করে৷ মূলধনী পণ্য সামগ্রী, ব্যাংক, রিয়েল এস্টেট খাতের শেয়ারের দার কমেছে৷

বেলা বাড়লে অবস্থার আরও অবনতি হয় ,সূচক আরও কিছুটা নামে। দিনশেষে সেনসেক্স ১৬১.৪৯ পয়েন্ট নেমে ২৮,৩৩৮ পয়েন্ট এবং নিফটি ৬৭.০৫ পয়েন্ট নেমে ৮,৪৬৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন রুপীও কিছুটা দূর্বল হয়েছে। মঙ্গলবার ডলারের বিনিময় মূল্য ছিল ৬১ রুপী ৯২ পয়সা।

সূত্র-হিন্দুস্থান টাইমস
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *