ভারতের শেয়ারবাজারে সূচক বৃদ্ধি অব্যহত

indiaস্টকমার্কেট ডেস্ক :

অতীতের যে কোন সময়ের চেয়ে বেশ ভাল সময় পার করছে ভারতের শেয়ারবাজার। পুরো নভেম্বর মাস জুড়েই সূচকের উর্দ্ধমুখী প্রবণতা আর রেকর্ড ভাঙ্গা গড়ার লেনদেন চলছে ভারতের সবগুলো শেয়ারবাজারে।

গত ১৫ দিনে মাত্র ২ কার্যদিবসে সূচক পতনের ঘটনা ঘটলেও এসময়ে ২৮ হাজার সূচকের মাইল ফলক স্পর্শ করেছে সেনসেক্স। গতকাল বৃহস্পতিবারও এ ধারা অব্যহত ছিল।

এদিন BSE Sensex Index ৩৪.৭১(0.১২%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮,০৬৭.৫৬ পয়েন্টে। অন্যদিকে Nifty Index ১৯.৬০ (০.২৩%) পয়েন্ট বেড়ে  ৮৪০১.৯০ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া BSE Oil & Gas ইন্ডেক্স , BSE IT ইন্ডেক্স এবং BSE Healthcare ইন্ডেক্স বেড়েছে যথাক্রমে ৩৩.৭৬পয়েন্ট , ১৩৭.৬৫  পয়েন্ট ও ১৪৫.৭১ পয়েন্ট  । এদিন মোট ৯৭ টি কোম্পানির শেয়ারের দেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দর।।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *