ভারতে SAIL Steel এর শেয়ারে দ্বিগুন আবেদন

sailস্টকমার্কেট ডেস্ক :

ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের একাংশ বিক্রি করার প্রথম উদ্যোগেই সফল হয়েছে দেশটি। ভালো সাড়া মিলেছে রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা SAIL Steel  এর শেয়ার বিক্রিতে।

শুক্রবার বাজারে আসে সংস্থার ২০.৬৫ কোটি শেয়ার (৫%)।যা বিক্রি করে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ কোটি রুপি তোলার আশা করছে ভারতের কেন্দ্রিয় সরকার।

ঘোষিত ২০.৬৫ কোটি শেয়ার কিনতে আবেদন পড়েছে প্রায় ৪২.৯৩ কোটি। যা মোট শেয়ারের দ্বিগুনেরও বেশি।

দেশটির অর্থমন্ত্রনালয় জানিয়েছে, পরিকল্পনা মাফিক ৫% শেয়ার বিক্রি করে ১,৭১৫ কোটি রুপি ঘরে তুলতে চায় তারা। এর ফলে সংস্থায় সরকারের মালিকানা কমে গিয়ে দাঁড়াবে ৭৫%। সংস্থার প্রতিটি শেয়ারের দর ধরা হয়েছে ৮৩ রুপি।

অর্থমন্ত্রনালয়ের দাবি, এই ধরনের বিনিযোগে খুচরা বিনিয়োগকারিদের এমন অভূতপুর্ব সাড়া সত্যিই নজিরবিহিন। এদিকে চলতি অর্থবছরে রাজকোষে ঘাটতি জাতীয় আয়ের ৪.১ শতাংসে নামাতে রাষ্ট্রায়ত্ত অন্যান্ন সংস্থার শেয়ার বিক্রি করে মোট ৪৩,৪২৫ কোটি রুপি সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে নতুন সরকার। আর SAIL Steel এর শেয়ার বিক্রির মধ্যমে সে প্রক্রিয়া শুরু করল ভারত সরকার।

সূত্র- দি টেলিগ্রাফ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *