মাত্র ৫ মিনিট পরেই কমেছে সূচক

indexস্টকমার্কেট ডেস্ক :

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হলেও মাত্র ৫ মিনিটের মাথায় তা কমতে শুরু করেছে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা পরে ডিএসইতে বেশি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর সূচকও কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০২ পয়েন্টে। এর আগে ১০টা ৩৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বৃদ্দি পেয়ে ৫,১২০ অবস্থান নেয়। এরপর থেকে কমার প্রবণতায় শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৬টির দাম বেড়েছে। কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন, সাপোর্ট লিমিটেড, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ারটেক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, খুলনা পাওয়ার, আরকে সিরামিকস, বিডি থাই, কাসেম ড্রাইসেল ও এমজেএলবিডি।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *