অর্থনীতির অস্থিতিশীলতার কারণে একটানা ৫দিন ধরে ব্যাপক সূচক পতন ঘটে চলেছে আমেরিকার শেয়ারবাজারে। গত সপ্তাহের শেষ দিন শুক্রবার থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সূচক পতনের এ ধারা অব্যহত ছিল।
বৃহস্পতিবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭,৩৫৭.০৯ পয়েন্ট, TR-US INDEX ১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৯.৮৯ পয়েন্টে। এছাড়া S&P 500 ইন্ডেক্স ১২.৬৬ পয়েন্ট কমে ১,৯৯৮.৬১ পয়েন্টে অবস্থান করছে।
হাডজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক Eric Marshall বলেন, “বিনিয়োগকারিদের হাতে প্রচুর অর্থ থাকলেও বৈশ্বিক অর্থনীতি নিয়ে তারা উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আস্থাহীনতা কাজ করছে। তবে আমারা আশা করছি চতুর্থ প্রান্তিকে বাজারের এই ঘাটতি কিছুটা কাটিয়ে উঠা সম্ভব হবে।”
এদিন মুলত কমেছে শিল্প ও জ্বালানি, স্বাস্থ্যসহ সবগুলো ক্যাটাগরির শেয়ারের দাম ফলে মোট লেনদেনের পরিমানও কমেছে।
সূত্র-রয়টার্স
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর