মার্চে সমাপ্ত বার্জার পেইন্টসের হিসাব বছর

berger-Logoস্টকমার্কেট ডেস্ক :

বহুজাতিক কোম্পানি হিসেবে জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ার পর প্রতি মার্চে হিসাব বছর সমাপ্ত করার সিদ্ধান্ত নেয় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। মূল প্রতিষ্ঠান ইউকে পেইন্টস (ইন্ডিয়া) লিমিটেডের সঙ্গে সঙ্গতি রেখে আর্থিক প্রতিবেদন প্রস্তূতির জন্যই এ সিদ্ধান্ত। গতকাল কোম্পানিটি জানায়, চট্টগ্রামের কর উপকমিশনারের কার্যালয় তাদের এ পরিকল্পনা অনুমোদন করেছে।

পরিকল্পনা অনুসারে, চলতি ২০১৬-১৭ হিসাব বছরে ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবে বার্জার পেইন্টস। বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটির সাবসিডিয়ারি জেনসন অ্যান্ড নিকোলসন (বাংলাদেশ) লিমিটেডও ডিসেম্বরের পরিবর্তে ৩১ মার্চ তাদের হিসাব বছর সমাপ্ত করবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২৭০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় বার্জার পেইন্টস। আগেই বিতরণ হওয়া ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ হিসাব করলে ২০১৫ সালের জন্য মোট ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *