মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে লোকসানের বিপরীতে সঞ্চিতি রাখার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ইউনিটের গড় মূল্য বা ক্রয়মূল্য তার বাজার মূল্য বা নিট সম্পদ মূল্যের যেকোনো একটির চেয়ে ৮৫ শতাংশের বেশি কমে গেলে ব্যাংকগুলোকে সঞ্চিতি রাখতে হবে না। কিন্তু ক্রয়মূল্য এর চেয়ে কম থাকলে প্রযোজ্য হারে সঞ্চিতি রাখতে হবে।
সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সঞ্চিতির ক্ষেত্রে ঘোষিত ছাড় শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত সব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর