শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা বা বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।
২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার পুরোটাই বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ০৫ পয়সা।
উল্লেখ্য, ব্যাংকটি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি হিসাবে ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
স্টকমার্কেটবিডি.কম/এইচ