শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৩১ পয়সা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৩৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৫৭ কোটি ৪৫ লাখ টাকা।
উল্লেখ্য, গত ৯ মাসে (জুলাই,১৪ – মার্চ,১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১৪১ কোটি ৪২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৩ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৬৭ কোটি ৩৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ১৫ টাকা ৪৭ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর