শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় বা ইপিএস বাড়লেও নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) কমেছে। সর্বশেষ অর্থবছরে এই কোম্পানির ইপিএস বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। অপরদিকে এনএভি কমেছে ১ দশমিক ১ শতাংশ।
গত বৃহস্পতিবার ম্যাকসন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য পাওয়া যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৭৩ পয়সা। ২০১৩ সালে এই কোম্পানি ইপিএস করেছিল ৭২ পয়সা।
সমাপ্ত বছরে কোম্পানির এনএভি হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা; যা আগের বছর একই সময় ছিল ২০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর