শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে মুনাফা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে বা অক্টোবর’১৪-ডিসেম্বর’১৪ ম্যারিকো বাংলাদেশের করপরবর্তী মুনাফা হয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ৮.৯৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা ও ১১.০১ টাকা।
বিগত ৯ মাসে (এপ্রিল’১৪-ডিসেম্বর’১৪) এ কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১১৫ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ৩৬.৫৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১০৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ও ৩৪.৯০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এএআর