রাষ্ট্রীয় চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

bank-smbdনিজস্ব প্রতিবেদক :

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানার এ ৪ বাণিজ্যিক ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের ঘটনা এই প্রথম। এমওইউ স্বাক্ষরের পরও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বুধবার চার ব্যাংকের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে পর্যবেক্ষক নিয়োগের কথা জানানো হয়েছে। ব্যাংকগুলোতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রত্যেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদের কর্মকর্তা।

পর্যবেক্ষক হিসেবে সোনালী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীকে। জনতা ব্যাংকে আহমেদ জামাল, অগ্রণী ব্যাংকে নির্মল চন্দ্র ভক্ত ও রূপালী ব্যাংকে আবদুর রহিম এ দায়িত্ব পালন করবেন। কোনো ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হলে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।

এর আগে অনেক ব্যাংকে পর্যবেক্ষক দেওয়া হলেও কখনও নির্বাহী পরিচালকদের পর্যবেক্ষক দেওয়ার নজির নেই। বর্তমানে সরকারি মালিকানার বেসিকসহ পাঁচটি ব্যাংকে পর্যবেক্ষক রয়েছে। তাদের প্রত্যেকে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *