রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াইয়ে টানা বেড়ে চলেছে শেয়ার বাজার। শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর পরে মাত্র গত ৫ দিনেই সেনসেক্স বেড়েছে ১,৩৫৯ পয়েন্ট। মঙ্গলবার সেনসেক্সের ৫২২.৬৬ পয়েন্ট উত্থানের পর গতকাল বুধবার আরো ১০৪ পয়েন্ট বেড়ে দিনের শেষে থিতু হয় ২৮,৮৮৮.৩৬ অঙ্কে। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, ৩০ হাজারের ঘরে ঢুকতে এ বার সেনসেক্স আর বেশি সময় নেবে না বলে দাবি করছে আনন্দবাজার পত্রিকা।
গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন দীর্ঘ ১৯ মাস বাদে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন। যা করা হয় ফেব্রুয়ারি মাসে ঋণনীতির পরবর্তী পর্যালোচনার আগেই। সুদ তেমন বেশি হারে কমানো না-হলেও এই পদক্ষেপ লগ্নিকারীদের মানসিক ভাবে চাঙ্গা করতে সফল হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বিএনকে ক্যাপিটাল মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর অজিত খান্ডেলওয়াল বলেন, “বাজারে ‘সেন্টিমেন্ট’ বা আবেগের বড় ভূমিকা রয়েছে। সুদ কমানোর ওই পদক্ষেপ সেই সেন্টিমেন্টকেই বেশ ভাল রকম চাঙ্গা করতে সমর্থ হয়েছে। লগ্নিকারীদের মনে আশার সঞ্চার হয়েছে, এ বার দেশের অর্থনীতিতে গতি ফিরবে।”
বেশ কিছু দিন হাত গুটিয়ে থাকার পরে ওই সব বিদেশি লগ্নিকারী সংস্থা ফের ভারতের বাজারে বিনিয়োগ করতে শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী তারা গত সোমবারই ৪৩৩.৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে।
প্রধানত এই সব কারণেই শেয়ার বাজার ক্রমশ ‘বুল’-দের কবলে চলে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের ধারণা, স্বাভাবিক নিয়মে মাঝে মধ্যে শেয়ার দরে সংশোধনের জেরে সূচকের পতন হলেও, তার অভিমুখ উপরের দিকেই থাকবে। খান্ডেলওয়াল বলেন, “খুব শীঘ্রই সূচকে একটা সংশোধন আসবে বলে আমার ধারণা। তবে সেনসেক্সের ৩০ হাজারের ঘরে পৌঁছনো নিয়ে কোনও সংশয় নেই।”
সূত্র : আনান্দবাজার
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর