স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে আইপিওর মাধ্যমে টাকা তুলে ব্যবসা সম্প্রসারণ করতে চায় রিমিক্স ফুটওয়ার লিমিটেড। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে দায়িত্ব পেয়েছে আইসিবির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)।
সম্প্রতি ঢাকায় ইস্যু ম্যানেজারের সাথে এ সংক্রান্ত একটি চুক্তিও করেছে কোম্পানিটি। আইসিবির মহা-ব্যবস্থাপক ও আইসিএমএলের চেয়ারম্যানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমিক্স ফুটওয়ার লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা।
স্টকমার্কেটবিডি.কম/সি.