মন্দাভাব এবং গ্রীস সংকট কাটিয়ে মঙ্গলবার লন্ডন ছাড়া ইউরোপের অন্যান্ন শেয়ার বাজার গুলোতে বেশ তেজিভাব বিদ্যমান ছিল। এতে করে বিনিয়োগকারিদের পাশাপাশি বেশ স্বস্তিতে ছিলেন বাজার সংশ্লিষ্ট সবাই।
এদিন উর্দ্ধমুখী ধারায় ছিল জার্মান,ইতালী,ফ্রান্স সহ ইউরোপের প্রায় সব গুলো দেশের শেয়ার সূচক। এদিন জার্মান DAX Index ৯০.৩২ পয়েন্ট বেড়ে দিনশেষে ১০,৭৫৩.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ফ্রান্সের CAC 40 Index ৪৪.৫৭ পয়েন্ট বেড়ে ৪,৬৯৫.৬৫ পয়েন্টে অবস্থান করছে।
তবে কমেছে লন্ডল FTSE 100 Index । দিনের শেষে FTSE 100 Index সূচক দাঁড়িয়েছে ৬,৮২৯.১২ পয়েন্টে। যা আগের চেয়ে ৮.০৩ পয়েন্ট কম।
এদিকে শেয়ারবাজারে গতকালের উত্থানে আবারো আশার আলো দেখছেন দেশগুলাের অর্থনীতিবীদেরা। তারা আশা করছেন সব সংকট কাটিয়ে শেয়ারবাজার যেভাবে সামনের দিকে চলা শুরু করেছে তাতে করে আবারো আগের মতো উর্দ্ধমূখী ধারায় ফিরতে যাচ্ছে ইউরোপের শেয়ারবাজার। আগামী দু-একদিনের মধ্যে লেনদেন বাড়তে পারে বলে বিশ্লেষকরা আশা করছেন ।
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর