বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবজারে তালিকাভুক্ত সাভার রিফ্র্যাক্টরিজ ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড। বুধবার উভয় কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সাভার রিফ্র্যাক্টরিজ আগামী ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় হোটেল সুন্দরবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।
শেষ হওয়া অর্থবছরে সাভার রিফ্র্যাক্টরিজের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ১.০৮ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ৯.৪৮ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৪.৪২ টাকা।
শ্যামপুর সুগার আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টায় শ্যামপুর সুগার মিলস ট্রেনিং সেন্টারে এজিএম আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
শেষ হওয়া অর্থবছরে শ্যামপুর সুগার মিলসের লোকসান হয়েছে ৩৩ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা, প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৬৭.৮১ টাকা, প্রতি শেয়ারে দায় দাঁড়িয়েছে ৪৬১.৪০ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ঋণাত্মক ৬১.৪৪ টাকা।
উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী বোর্ড সভার ঘোষণা না দিয়েই লভ্যাংশ ঘোষণা করেছে সাভার রিফ্র্যাক্টরিজ।
স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি