শেয়ারবাজারে আজই লেনদেনে আসা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার টাকার অঙ্কেও লেনদেনের শীর্ষে অবস্থান করেছে। এদিন কোম্পানিটির ৩৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।।
ডিএসইর বাজার পর্যালোচনা দেখা যায়, সোমবার কোম্পানির প্রথম লেনদেন শুরু হয় ৪৪.৯০ টাকায়। দিনশেষে শেয়ারটির দর ৩২.৩০ টাকা বেড়ে লেনদেন হয় ৪২.৩০ টাকায়। প্রথমদিন কোম্পানির ৮১ লাখ ২৭ হাজার ১৮৭টি শেয়ার লেনদেন হয়। এসব শেয়ার মোট ১৯ হাজার ৫৯৪ বার লেনদেন হয়।
ন্যাশনাল ফিড বাজারে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করেছিল। এই কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৮ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৫ কোটি ৮০ লাখ।
স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে