ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন অটোমেশন ট্রেডিং প্ল্যাটফর্মে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাত। এ প্ল্যাটফর্মে প্রথমদিন এ খাতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা। যা মোট লেনদেনের ১৯ শতাংশের বেশি। ডিএসই’র সূত্রে জানা গেছে।
জানা গেছে, এদিন প্রকৌশল খাতের ২৭ কোম্পানিতে মোট ৪৬ লাখ ৪২ হাজার ৮৮৭টি শেয়ার ৯ হাজার ৫৩৫ বার হাতবদল হয়েছে।
এ সময়ে প্রকৌশল খাতে লেনদেন করা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় হয়েছে কাশেম ড্রাইসেল শেয়ার। এ দিন এ কোম্পানিটির ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটির ৯ লাখ ৪৪ হাজার ২২৩টি শেয়ার ১ হাজার ৩৪৩ বার হাতবদল হয়।
২য় স্থানে রয়েছে বিডিথাইয়ের শেয়ার। এদিন এ কোম্পানিতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির ৯ লাখ ৩৩ হাজার ৬০৫টি শেয়ার ১ হাজার ৫৯০ বার হাতবদল হয়েছে।
৩য় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন কোম্পানির শেয়ার। এদিনে লেনদেন করেছে ৪ কোটি ৩৭ লাখ টাকা। ৪র্থ স্থানে থাকা আরএসআরএম লেনদেন করেছে ১ কোটি ৩৭ লাখ টাকা। ৫ম স্থানে থাকা আফতাব অটো লেনদেন করেছে ১ কোটি ১২ লাখ টাকা।
এছাড়াও নাভানা সিএনসি লেনদেন করেছে ৮৩ লাখ, এপোলো ইস্পাত ৫৪ লাখ, বেঙ্গল উইন্ডসর ৪৪ লাখ, সিঙ্গার বিডি ৪৭ লাখ, বিডি বিল্ডিং সিস্টেম ৪২ লাখ, সুহৃদ ২৬ লাখ, দেশবন্ধু পলিমার ৩৭ লাখ, এস আলম ক্লোড ৭১ লাখ, ন্যাশনাল টিউব ১১ লাখ, রংপুর ফাউন্ড্রি ১৭ লাখ, রেনউইক ১ লাখ, এটলাস ৭ লাখ, ন্যাশনাল পলিমার ২১ লাখ, বিডি ল্যাম্পস ৭ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৬৬ লাখ, গ্লোডেন সন ৫১ এবং মুন্নু স্টাফলার্স ২ লাখ টাকার লেননেদ হয়েছে।।
স্টকমার্কেটবিডি.কম/এএআর/সি