শেয়ারবাজারে তারিকাভুক্ত বস্ত্র খাতের নতুন কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল আজ বৃশস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২২ টাকায় লেনদেন শুরু করে। এদিন শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ২৭ টাকা দরে। দিনশেষে শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ ২৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন কোম্পানির ৫০ লাখ ৬ হাজার ৭০৪ টি শেয়ার ১১ হাজার ৪৬৯ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ৯৩ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)তে আজ কোম্পানিটি লেনদেন শুরু হয় ২১ টাকা ৯০ পয়সায়। এদিন শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ২৬ টাকা ৬০ পয়সা দরে । দিনশেষে শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন কোম্পানির ১৩ লাখ ৫৩ হাজার ২১৪ টি শেয়ার ৩ হাজার ৪৫৬ বার লেনদেন হয়। সিএসই তে ২য় অবস্থানে ছিল বেঙ্গল উইন্ডসোর থার্মোপলিস্টিক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এলকে