দেশের শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা ৫ কার্যদিবসে পতন দিয়ে শেষ হয়েছে বাজারের লেনদেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৫২ পয়েন্ট। তবে এদিন বেড়েছে লেনদেন।
দিনশেষে ডিএসই সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৫.৪৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকা বেশি। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।
বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৮৪.৬৪ পয়েন্ট কমে দিনশেষে ৮০৯২.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। মঙ্গলবার দিনশেষে হয়েছে ৩২ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির দর।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর