শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল মুনাফা অর্জন না করে এবং পুঞ্জীভূত লোকসান সত্ত্বেও শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দিয়েছে। এ ধরনের কাজ আইনের লংঘন। তাই সিভিও পেট্রোকেমিক্যালের প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির ৫৬৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইরি নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীতে কোনোপ্রকার মুনাফা অর্জন না করে এবং ঋণাত্মক মুনাফা থাকা সত্ত্বেও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী লিমিটেড ওই বছর সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
এর মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের ভ্রান্ত তথ্য প্রদান করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮ এর লংঘন করেছে। আইন লংঘনের দায়ে কোম্পানির প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
স্টকমার্কেটবিডি.কম/এমএ