শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) পাঁচ গুণ আবেদন জমা পড়েছে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের আবেদনের সময় শেষ না হওয়ায় আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
শাশা ডেনিমস শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়েছে ৯০৯ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। এর মধ্যে মিউচুয়াল ফান্ডসহ স্থানীয় বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। আর গত ২১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন। যা কোম্পানির চাহিদার ৫.১৯ গুণ।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।
এর আগে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৯তম সভায় শাশা ডেনিমসের আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর