আইপিও প্রক্রিয়া শেষ করে শাশা ডেনিমসের শেয়ার লেনদেন ৫ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
‘এন’ ক্যাটাগরির আওতায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। কোম্পানির আইডি নং-১২০৫৪। এটি গত ১৭ জানুয়ারি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানি ৫ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতিটি শেয়ারের বরাদ্দমূল্য হচ্ছে ৩৫ টাকা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৭৩ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২.৯৫ টাকায় ।
ব্যবসা সম্প্রসারণ, ব্যংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার জন্য শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করেছে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এএআর