প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া আমান ফিড মিলস লিমিটেডের প্রসপেক্টাস বিনিয়োগকারীদের জন্য শীঘ্রই প্রকাশিত হবে। ইতোমধ্যে কোম্পানিটের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র থেকে জানা যায়, দু/একদিনের মধ্যে এই প্রসপেক্টাসটি ৪টি পত্রিকায় প্রকাশ করা হবে। পরে তা পুস্তকাকারে প্রকাশ করে ডিএসই ও সিএসইতে রাখা হবে, যাতে বিনিয়োগকারীরা তা দেখতে পায়, আর তথ্য পর্যালোচনা করতে পারে।
প্রসপেক্টাসটি ডিএসই ও সিএসইর ওয়েবসাইটটিতে দেখানো হবে। এই প্রতিবেদনে কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য যুক্ত করা হয়েছে।
প্রসপেক্টাস পর্যালোচনা করে কোম্পানির ভিত্তি বিবেচনা করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন বলে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর