শেয়ারবাজারে ফের সূচকের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

একদিনের উত্থানের পরে ফের শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। সপ্তাহের প্রথমদিন রবিবার শুরুতে ক্রয় চাপ থাকলেও প্রথম ঘন্টা পর বিক্রয় চাপ শুরু হওয়াতে ধীরে ধীরে পড়তে থাকে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আট মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৮৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ২২১ কোটি ৮৫ লাখ ৬ হাজার টাকা। যা গত ৮ মাসের সর্বনিম্ন। এর আগে গত ১৯ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিলো ১৬৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৪৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৮৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩০৪ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *