নিজস্ব প্রতিনিধি :
শেয়ারবাজারে আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে বাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৩২২ শতাংশ। সেপ্টেম্বর শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদেশী বিনিয়োগের নেট পজিশন দাঁড়িয়েছে ৪২৬ কোটি টাকা। এ সময় বিদেশীরা ৫৮৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কিনেছে। বিপরীতে ১৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে। কিন্তু আগের মাস জুলাইয়ে যা ছিল মাত্র ১২ কোটি টাকা। ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত সেপ্টেম্বরে বিদেশীরা ৭৫২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরমধ্যে ৫৮৯ কোটি টাকার শেয়ার কিনেছে। বিপরীতে বিক্রি করেছে ১৬৩ কোটি টাকার শেয়ার। আগের মাস আগস্টে বিদেশীরা ৫১৭ কোটি টাকার শেয়ার লেনদেন করেছিল। এরমধ্যে ১৬৪ কোটি টাকার শেয়ার কিনেছে ও বিক্রি করেছে ১৫২ কোটি টাকার শেয়ার। এর আগে জুলাইয়ে বিদেশীরা ২৫৩ কোটি টাকা লেনদেন করেছে। এরমধ্যে ১৬৬ কোটি টাকার শেয়ার কিনেছ আর বিক্রি করেছে ৮৬ কোটি টাকার শেয়ার।
বিদেশী বিনিয়োগ বাড়াতে গত বছরের শেষের দিকে উদ্যোগ নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরমধ্যে বিনিয়োগ পদ্ধতি সহজ করা বিদ্যমান আইনকে আরও সহজ করার উদ্যোগ নেয়া হয়। এ সময় গঠিত কমিটি মোট ১৪টি সুপারিশ করেছিল।
সংশ্লিষ্টদের মতে, বিদেশীরা আরও সুশাসনের বিষয়টি বিবেচনা করে। বিদেশী বিনিয়োগ বাজারের গভীরতা বাড়ায়। বাজারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বিদেশীরা বিবেচনা করে। স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন হলেও তার প্রভাব পড়তে অনেক সময় লাগবে।