শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে এদিন লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে আজ ২৬৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২২১ কোটি টাকা।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, এসিআই, এমজেলবিডি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, আমরা টেকনোলজিস এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *