শেয়ারবাজারে লেনদেনে পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। উভয় বাজারে শেয়ারের দর ও সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭২৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। যা গতকাল ছিল ৪৪৩ কোটি টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, কেডিএস লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা,
সামিট পাওয়ার, তিতাস গ্যাস ট্রান্সমিসন, ফার কেমিক্যাল, এএফসি এগ্রো এবং কাশেম ড্রাইসেলস।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *