প্রণোদনা নিয়ে শেয়ারবাজার বান্ধব একটি মুদ্রানীতি আসছে। বিভিন্ন মহলের দাবির মুখে আজ বৃহস্পতিবার সম্প্রসারণমুখী একটি মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতিকে সামনে রেখে ইতিবাচক হচ্ছে বাজার। কারণ মুদ্রানীতিতে শেয়ারবাজারের জন্য প্রণোদনা আসছে বাজারে এ ধরনের গুজব ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার আগামী ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এই নীতিতে সাধারণত মুদ্রাবাজারের ভঙ্গি প্রকাশ করা হয়।
শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, এই নীতির মাধ্যমে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের একটি দিক নির্দেশনা থাকে। ফলে বাজার প্রভাবিত হয়। এ কারণে মুদ্রানীতিকে সামনে রেখে ইতিবাচক হচ্ছে বাজার।
ইতোমধ্যে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা সম্প্রসারণমুখী মুদ্রানীতি দাবি করেছেন।
চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রত্যাশা পূরণ হয়নি।
সরকার চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে রাখার ঘোষণা দিয়েছে।
সরকারের এ লক্ষ্য অর্জনের লক্ষ্যেই মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে