শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ৭ উদ্যোক্ত/পরিচালক। ঘোষণা অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠানের মোট ১৯ লাখ ৩৩ হাজার ৮৪৯টি শেয়ার বিক্রিয় করবেন তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা/পরিচালক ফিরোজ আলমের হাতে মোট ২ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৩৩টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ১৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি।
সানলাইফ ইন্স্যুরেন্সের ৪ উদ্যোক্তা/পরিচালক ২ লাখ ৭১ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ইসলামী ব্যাংকের উদ্যোক্তা বাহরাইন ইসলামী ব্যাংক ৪২ হাজার ৩৪৯টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এম.এ.কাশেম ৫৩ লাখ ১২ হাজার৪৪৭টি শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার বিক্রি করবেন।
তারা বর্তমান বাজার দরে আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রয় শেষ করবেন বলে জানিয়েছেন।
স্টকমার্কেটবিডি.কম/এআর