দেশের দুই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। সর্বশেষ দুই দিনে সূচকের বড় ধরনের উত্থানের পর আজ মঙ্গলবার শেয়ারবাজারে আজ সূচকের সংশোধন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৫৫৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পধান সূচক ৭২ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে ৫৯৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, আরকে সিরামিকস, বেক্সিমকো লি:, ইফাদ অটোস, এসিআই ফরমুলেশনস, ন্যাশনাল ব্যাংক, এমজেএলবিডি, এসিআই লি. ও শাহজিবাজার পাওয়ার।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ