ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের সব কার্যদিবসেই লেনদেনের শীর্ষে ছিল সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। অন্তর্বর্তী লভ্যাংশের কারণে বড় মূলধনি কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
২০০৩ সালে শেয়ারবাজারে একমাত্র গ্রিনফিল্ড হিসেবে তালিকাভুক্ত হওয়া লাফার্জ সুরমা সিমেন্ট এর আগে কোনো হিসাব বছরের জন্যই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। গেল বছরের ৩১ মে পর্যন্ত সময়ের মুনাফা থেকে এ লভ্যাংশ দেয়া হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে জানা হয়েছে।
এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত লাফার্জ সুরমার ৮৩৩ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা বিক্রির বিপরীতে ২১০ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা মুনাফা হয়েছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮২ পয়সায়।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর