সপ্তাহজুড়ে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে গেল সপ্তাহে বেশিরভাগ সময় নেতিবাচক ধারা অব্যাহত ছিল। ফলে দুই স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। তবে বেড়েছে উভয় বাজারে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ।

সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৬৫১ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ২১৯ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৫৪৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্টে কমে ১ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে।

যা এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসে হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ২৪ লাখ টাকা। এ হিসেবে ১২.৭৩ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। মোট লেনদেনের ৯২.৭৯ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ২.২৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৪.১৭ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৭৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে প্রথম কার্যদিবস রোববার (২৮ আগস্ট) লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২১ হাজার ১৫৮ কোটি টাকায় এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৫০৭ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৬৫১ কোটি টাকা বা শূন্য দশমিক ২০ শতাংশ।

এদিকে ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ২২৩ কোটি ৮২ লাখ টাকা; যা এর আগের সপ্তাহের চেয়ে ২২০ কোটি বা ১১ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩ কোটি ৪৭ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৭৬ লাখ টাকা; যা তার আগের সপ্তাহে চেয়ে ১১ দশমিক ২০ শতাংশ কম। আগে সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৮৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর লেনদেন হয়নি তিনটি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *